About Us

সপ্তডিঙা। কথাটা শুনলেই মনে আসে বাঙালির সমুদ্রবাণিজ্যের এক গৌরবময় ইতিহাস। গৌড়ের বণিকরা সাতটি বিশাল নৌকার এই সমবায় নিয়ে সিংহল, যবদ্বীপ, সুমাত্রা, চীন, রোম, গ্রীস, ক্রীট, মধ্যপ্রাচ্যের সাথে বাণিজ্য করে ফিরে আসতেন স্বর্ণমুদ্রার ভাণ্ডার নিয়ে। সপ্তডিঙা তাই বাঙালির সংস্কৃতি, ইতিহাস ও অর্থনীতির অভিজ্ঞান।
আমাদের এই সপ্তডিঙা সাইটের কাজও অনেকটা এইরকম। আজকের বাঙালি ইতিহাসবিস্মৃত। তার অতীতচর্চার জগতে ডান-বাম, গোবলয়-মরুবলয়ের অহেতুক দাপাদাপি। এরই মাঝে আমরা সাজিয়ে তুলেছি আমাদের সপ্তডিঙা; বাঙালির শিকড় খোঁজার সম্ভার নিয়ে। আমাদের এই পথের ধ্রুবতারা হরপ্রসাদ শাস্ত্রী, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, নীহাররঞ্জন রায়, শশিভূষণ দাশগুপ্ত, দীনেশ সরকারের মতো দিকপাল গবেষক পূর্বসূরিরা। বাঙালির ইতিহাস, সমাজ, ধর্ম, অর্থনীতি ও সংস্কৃতির বিভিন্ন জানা অজানা দিক ও তার গুরুত্ব সঠিক তথ্যের ভিত্তিতে তুলে ধরার অঙ্গীকার নিয়ে আমাদের পথ চলা। শিকড় ভুলে যাওয়ার এই সমুদ্রে এইটুকুই আমাদের পাথেয়। আর পথের সম্বল আমাদের মাতৃনাম; যা বিগত চার হাজার বছর ধরে বাঙালির চেতনার জগতকে আলো করে রেখেছে। সাথে থাকুন; বাঙালিত্বে থাকুন; ইতিহাসচেতনায় থাকুন