প্রজ্ঞা দিতেন সরস্বতী, চর্যা ছিল দিনযাপন। যোগিনী ছিলেন চৌষট্টি, সিদ্ধ ছিলেন চুরাশি জন।। পক্ষীরাজে তেপান্তর আর তেপান্তরে বনভোজন। স্বদেশ যেন ইন্দ্রজাল, আর অতীত মায়ার চতুষ্কোণ।। তোমার ছিল সপ্তডিঙা, পসরা ছিল সাতকাহন। তোমার শেকড় তন্ত্র, তোমার পুষ্প মায়ের আবাহন।